জরায়ু মুখ ক্যান্সার বিশ্বে নারীদের ক্যান্সারের চতুর্থতম কারণ। ২০১৮ সালে বিশ্বে প্রায় তিন লাখ নারী এ ক্যান্সারে মারা যায়। কিন্তু এই ক্যান্সার প্রায় সম্পুর্ণভাবে প্রতিরোধযোগ্য। এই ক্যান্সার শুরু হবার আগে জরায়ু মুখে কিছু পরিবর্তন আসে যা সহজেই পরীক্ষা করে সনাক্ত করা যায়। শুরুতে ধরা পড়লে এবং প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করলে সম্পূর্ণরূপে এই ক্যান্সারমুক্ত হওয়া যায়। তাই ৩০ বছরের উর্দ্ধে সকল নারীদের প্রতি তিন বছর অন্তর তাদের জরায়ুমুখ পরীক্ষা করা উচিত। ০৩ ডিসেম্বর, ২০২০ থেকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরায়ু মুখ পরীক্ষা চালু আছে। আপনার পরিবারের সকল ৩০ বছর বয়স উর্দ্ধ মহিলা এবং মাসিকের রাস্তার যেকোন সমস্যায় ভুগতে থাকা নারীদের জরায়ু মুখ পরীক্ষার জন্যে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবসেবা কক্ষে যোগাযোগ করুন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস