Stop Pneumonia, Every Breath Counts এই প্রতিপাদ্য নিয়ে আজ ১২ নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস উদযাপিত হল জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই উপলক্ষে হাসপাতাল চত্বরে একটি সচেতনতামূলক র্যালী এবং আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় নিউমোনিয়া রোগীদের চিকিৎসা বিষয়ে আলোচনা হয়। শীতের প্রকপ বেড়ে যাওয়া নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ছে। এ রোগে শিশু ও বৃদ্ধ মানুষ বেশি ঝুঁকিতে থাকেন। তাদের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি, বুকে ব্যাথা হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসুন। নিউমোনিয়ায় রোগীদের জন্যে হাসপাতালে অন্তবিভাগ ও বহির্বিভাগে বিশেষ সেবার ব্যবস্থা করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস